Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সামাজিক বনায়ন কেন্দ্র, মুন্সীগঞ্জ

1)          স্থানীয় ভূমীহীন জনসাধারনের সম্পৃক্ততায় পতিত ভূমিতে বনায়ন কাজ বাস্তবায়ন।

2)         সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বাগানের (আবর্তকাল পূর্ণ) গাছ পালার পরিমাপ গ্রহণ, বিক্রির ব্যবস্থা গ্রহণ এবং বিক্রয় লব্দ অর্থ সামাজিক বন বিধিমালা অনুযায়ী উপকারভোগীদের মধ্য লভ্যাংশ বিতরণ।

3)         ট্রি ফার্মিং এর অর্থ দ্বারা দ্বিতীয় আবর্তের বাগান সৃজিন ও বাগান রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন।

4)          সরকারী বেসরকারী ও স্বায়িত্ব-শাসিত প্রতিষ্ঠানে বন বিভাগ কর্তৃক নিজ উদ্যেগে বনায়ন কাজ বাস্তবায়ন।

5)         উৎপাদিত বনজ দ্রব্য বিক্রয় করণ, নার্সারীতে বনজ, ফলজ, ঔষধী ও শোভাবর্ধনকারী চারা  উত্তোলন ও সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয়।

6)         জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাধ্যেমে সরকারী, আধা সরকারী, স্বায়িত্ব-শাসিত প্রতিষ্ঠানে সৃজিত বাগানের গাছ কর্তনের অনুমোদন প্রদান।

7)         অবৈধ ভাবে বনজ দ্রব্য পাচার ও বন্যপ্রাণী পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

8)         অবৈধ ভাবে বনজ দ্রব্য ও বন্য প্রাণী পাচার সক্রান্ত মামলা নিষ্পত্তি করণ।

9)         বনায়ন কাজে যে কোন সংস্থাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও টেকনিক্যাল পরামর্শ প্রদান।

10)      বনায়ন ও নার্সারী উত্তলন বিষয়ে জনসাধারণকে প্রশিক্ষন প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

11)      বন্য প্রাণী পালন সংক্রান্ত বিষয়ে পজেশন সার্টিফিকেট প্রদানের পদক্ষেপ গ্রহণ ও সার্টিফিকেট ইস্যু করণ।

12)     করাত কল বিধিমালার আওতায় প্রাপ্ত আবেদন পত্র পরীক্ষা নিরীক্ষা করতঃ জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি কর্তৃক লাইসেন্স প্রদানের বিষয়ে অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।

13)     সরকারী, আধা সরকারী সংস্থা কর্তৃক সৃজিত বাগানের গাছের পরিমাপ গ্রহণ ও মূল্য নির্ধারণ কাজ বাস্তবায়ন।

14)      প্রতি বৎসর জেলা ও উপজেলা শহরে বৃক্ষ মেলার আয়োজন করা।

15)     বৃক্ষরোপনে জনসাধারণকে উদ্ভুদ্ব করণ।

16)     বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদানের উদ্দেশ্যে জনসাধারণ ও প্রতিষ্ঠানের নিকট হইতে আবেদন পত্র গ্রহণ, যাচাই-বাছাই ও মূল্যায়ন করতঃ জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মাধ্যমে বিভাগীয় কমিটিতে প্রেরণ।

17)      ১৯২৭ সনের বন আইন, ১৯৭৪ সনের বন্য প্রাণী সংরক্ষণ আইন ও করাত কল বিধিমালা ১৯৯৮ ও ইট পোড়ানো আইন ১৯৯১ প্রয়োগ ও বাস্তবায়ন।